আশানুরুপ সাড়া ফেলতে পারেনি হুয়াওয়ের মেট ৭০

১ ডিসেম্বর, ২০২৪ ১১:২২  

চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের সদ্য উন্মোচিত হওয়া মেট ৭০ স্মার্টফোন নিয়ে গ্রাহকদের আগ্রহ কমছে বলে জানিয়েছে ব্রোকারেজ ফার্ম জেফারিজ। এটি হুয়াওয়ের বার্ষিক ফোন সরবরাহে প্রভাব ফেলতে পারে এবং অ্যাপল ও অন্যান্য চীনা ব্র্যান্ডগুলোর জন্য সুবিধা হতে পারে বলে খবরে বলা হয়েছে। খবর রয়টার্স।

জেফারিজ তাদের এক বিশ্লেষণ প্রতিবেদনে জানায়, মঙ্গলবার মেট ৭০ উন্মোচনের পর অনলাইন আলোচনাগুলোতে পূর্বের চেয়ে অনেক কম উদ্দীপনা দেখা গেছে। তারা ব্যবহারকারীদের রিভিউ এবং মন্তব্য কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আগে অনুমান করেছিল যে হুয়াওয়ে এবছর ৪৮ মিলিয়ন ফোন সরবরাহ করবে। তবে মেট ৭০-এর পূর্ববর্তী মডেল এপ্রিলে উন্মোচিত হওয়া পিউরা ৭০ মাত্র ৫ মিলিয়ন ইউনিট সরবরাহ করতে পেরেছে। মেট ৭০-এর পূর্বসূরি মেট ৬০-এর ১২ থেকে ১৩ মিলিয়ন ইউনিট সরবরাহ হয়েছে, যা তাদের প্রাথমিক অনুমান ১৫-১৬ মিলিয়নের তুলনায় অনেক কম।

বিশ্লেষকরা জানিয়েছেন, “আমরা মনে করি মেট ৭০-এর বিক্রয় মেট ৬০-এর তুলনায় কম হতে পারে। এতে হুয়াওয়ের ৪৮ মিলিয়ন শিপমেন্টের পূর্বাভাসে ঝুঁকি তৈরি হয়েছে, যা আইফোন ও অন্যান্য ব্র্যান্ডের জন্য ইতিবাচক হতে পারে”।

গত বছর মেট ৬০ মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে স্থানীয়ভাবে তৈরি উন্নত চিপ নিয়ে বাজারে সাড়া ফেলেছিল। তবে উৎপাদন প্রক্রিয়ায় উন্নতির অভাবে এবং পারফরম্যান্সে বড় পরিবর্তন করতে না পারায় মেট ৬০-এর উৎপাদন শুরুর কয়েক মাসেই সংকট দেখা দেয়।

জেফারিজ জানিয়েছে, মেট ৭০-এর জন্যও একই ধরনের চিপ উৎপাদন সংক্রান্ত সমস্যা হতে পারে।

এ বিষয়ে হুয়াওয়ের কোনো মন্তব্য করেনি।

ডিবিটেক/বিএমটি